ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বড়াইগ্রামে ইঁদুরে ক্ষতি ১৭ কোটি টাকার ফসল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, অক্টোবর ২৬, ২০১৬
বড়াইগ্রামে ইঁদুরে ক্ষতি ১৭ কোটি টাকার ফসল ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রতি বছর ইঁদুরের কারণে অন্তত ১৭ কোটি টাকার ফসলের ক্ষতি হয়।

এরমধ্যে রোপা আমনে ৬ কোটি ৮২ লাখ টাকা, বোরোতে ২ কোটি ৪৫ লাখ, গমে ২ কোটি ৫০ লাখ, আখে ৫৯ লাখ এবং বিভিন্ন প্রকার সবজিতে ৪ কোটি ৪২ লাখ টাকার ক্ষতি হয়।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানায় কৃষি বিভাগ।
 
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত ফারজানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

বক্তারা ইঁদুর নিধনে সচেতনতার মাধ্যমে ক্ষতির পরিমাণ

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।