ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জীবনে কী পেলাম চিন্তা করা যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, অক্টোবর ২৬, ২০১৬
জীবনে কী পেলাম চিন্তা করা যাবে না ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্রলীগ কর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনে কী পেলাম, না পেলাম সে চিন্তা করা যাবে না। কাজ করে যেতে হবে।

সময়কে কাজে লাগাতে হবে; আদর্শের কর্মী হতে হবে, তেমনি অন্যদেরও দেখতে হবে যেন কেউ বিপথে না যায়।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে গণভবনে ছাত্রলীগের এক আয়োজনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের কোনো শিক্ষা নেই। তারা দেশের জন্য কী করবে! এদের জন্ম তো বাংলাদেশের মাটিতে হয়নি, সে জন্যে মাটির টানও তাদের নেই।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
টিআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।