ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পীরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, অক্টোবর ২৬, ২০১৬
পীরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রংপুর: রংপুরের পীরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী আকাব্বর আলীকে (৪৮)  যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।  

বুধবার (২৬ অক্টোবর) রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

 

রায় ঘোষণার সময় অভিযুক্ত আকাব্বর আদালতে উপস্থিত ছিলেন।  

জানা যায়, ২০১৩ সালে উপজেলার ভেন্ডাবাড়ি এলাকার চেতনা গ্রামের আকাব্বর আলীর সঙ্গে একই উপজেলার রসুলপুর ইউনিয়নের মিঠার পাড়া গ্রামের নওয়াব আলীর মেয়ে রিনা আক্তারের (৩৫) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলহ শুরু হয়। এরই জের ধরে
একই বছর ৩১ মে স্ত্রী রিনা বেগমকে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করে আকাব্বর আলী।

পীরগঞ্জ থানা পুলিশ জানান, রিনা আক্তারে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছিল। এঘটনায় নিহতের ভাই রওশন আলী বাদী হয়ে আকাব্বরকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলটি ৩ বছর আদালতে বিচারাধীন থাকার পর আজ এ রায় ঘোষণা করেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সাহিনুর ইসলাম ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ৭ জনের মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণের পর দোষী প্রমাণিত হওয়ায় আদালত আকাব্বরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফারুক মো. রেয়াজুল করিম। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট বাদল চন্দ্র দাস।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।