ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাপ্তাইয়ে ৬ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, অক্টোবর ২৬, ২০১৬
কাপ্তাইয়ে ৬ ফার্মেসিকে জরিমানা

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার নুতন বাজারের ছয়টি ফার্মেসি ও ল্যাবে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসার অভিযোগে ওই ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে হিলভিউ ল্যাবকে পাঁচ হাজার টাকা, রুমা ফার্মেসিকে তিন হাজার টাকা, শ্যামা ফার্মেসিকে এক হাজার টাকা, মুনমুন ফার্সেসিকে এক হাজার টাকা, মুন অ্যান্ড মামুন ফার্মেসিকে এক হাজার টাকা এবং বলাকা হোমিও ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম বাংলানিউজকে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন- উপজেলা সেনেট‍ারি পরিদর্শক মো. ইলিয়াছসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।