সুনামগঞ্জ: সুনামগঞ্জে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন কফ ২২ মারাকাশ, মরক্কো সম্মেলনে অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ জলবায়ু তহবিল ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষাবিদ ধূর্জুটি কুমার বসু, যোগেশ্বর দাস, নারী নেত্রী শিলা রায়, রামেন্দু মজুমদার মিন্টু প্রমুখ।
এ সময় বক্তরা বলেন-জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। এর জন্য দায়ী বিশ্বের উন্নত দেশগুলো। ফলে দেশে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস নদী ভাঙন বেড়েই চলছে। বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদনে ব্যাঘাত ঘটছে। এ সবকিছুর ক্ষতি পূরণ উন্নত দেশগুলোর কাছ থেকে আদায় করতে হবে। বক্তারা বলেন ক্ষতির জন্য ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজি/আরএ