ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বীর বিক্রম হেমায়েত উদ্দিন স্মরণে শোকসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, অক্টোবর ২৬, ২০১৬
বীর বিক্রম হেমায়েত উদ্দিন স্মরণে শোকসভা

গোপালগঞ্জ: মুক্তিযুদ্ধের হেমায়েত বাহিনী প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের মৃত্যুতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় হেমায়েত বাহিনী মুক্তিযোদ্ধা প্রজন্ম এ সভার আয়োজন করে।

উপজেলার টুপুরিয়া গ্রামের হেমায়েত বহিনী স্মৃতি জাদুঘরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক কমান্ডার সামচুল হক, ডেপুটি কমান্ডার মুজিবুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাড়িয়া, মুক্তিযোদ্ধা শেখ আব্দুল রাজ্জাক, মুক্তিযোদ্ধা প্রজন্ম খান চমন-ই-এলাহী, রফিকুল ইসলাম তালুকদার, নজরুল ইসলাম স্বপন, শামীম আহম্মেদ, লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মুক্তিযুদ্ধে হেমায়েত বাহিনী প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের অবদানের কথা তুলে ধরেন।

গত শনিবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।