ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রমিক আন্দোলনের আড়ালে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, অক্টোবর ২৬, ২০১৬
শ্রমিক আন্দোলনের আড়ালে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ছয় দফা দাবিতে সমাবেশের আয়োজন করেছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। ছয় দফার অন্যতম দাবি, বন্ধ পাথর কোয়ারি খুলে দেওয়া।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা হুমায়ন রশিদ চত্বরে এ শ্রমিক সমাবেশ শুরু হয়।

ট্রাক, বাস সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা শ্রমিক সংগঠন এক সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই সমাবেশের আয়োজন করে।

তবে সমাবেশের নেপথ্যের মূল আয়োজক কারা এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মূলত এই আন্দোলন।

এ দাবির সঙ্গে শ্রমিকরা যুক্ত করেছেন আরও পাঁচটি দাবি। দাবিগুলো হলো- সিএনজিচালিত অটোরিকশা চালকদের পুলিশী হয়রানি বন্ধ, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার, সিলেটের আঞ্চলিক সড়কগুলো সংস্কার, পৌর ট্যাক্স প্রত্যাহার, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল।

পাঁচটি যৌক্তিক দাবির সঙ্গে পাথর কোয়ারির দাবি প্রসঙ্গে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কয়েস আহমদ বাংলানিউজকে বলেন, কোয়ারি বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে ট্রাক শ্রমিকরা বেকার হয়ে আছেন। সেই সঙ্গে হাজার হাজার পাথর শ্রমিক বেকার। যে কারণে ট্রাক শ্রমিকরা সমাবেশে সম্পৃক্ত থাকায় দাবিটি তোলা হয়েছে।

তবে অন্য একটি সূত্রে জানা যায়, সমাবেশকে সফল করতে সিলেটের জাফলং ও ভোলাগঞ্জ পাথর কোয়ারির রাঘব বোয়ালরা সমাবেশে বিনিয়োগ করেছেন। পাথর কোয়ারির নিয়ন্ত্রকরা শ্রমিক নেতাদের সঙ্গে আতাত করেই সমাবেশের আয়োজন করিয়েছেন।

এ লক্ষ্যে সকাল থেকে সিলেটে সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, ট্রাক ও আঞ্চলিক সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এদিকে, যানবাহন চলাচল বন্ধ থাকায় সকাল থেকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর সেই সুযোগে রিকশা ভাড়াও হয়েছে দ্বিগুণ বা তিনগুণ।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, বিকেল ৪টায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তাদের দাবিগুলো নিয়ে আলোচনা হবে।

তবে পাথর কোয়ারির দাবি প্রসঙ্গে তিনি কিছুই জানেন না বলে জানালেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এনইউ/জিপি/এসএনএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।