ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জলবায়ু সপ্তাহ পালনে বরিশালে কফিন সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, অক্টোবর ২৬, ২০১৬
জলবায়ু সপ্তাহ পালনে বরিশালে কফিন সমাবেশ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: জলবায়ু ন্যায্যতা সপ্তাহ-২০১৬ উপলক্ষে ‘প্রতিশ্রুতি নয়, দূষণ সরাও; ঋণ নয়, ক্ষতিপূরণ দাও’ স্লোগানে বরিশালে কফিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুভঙ্কর চক্রবর্তীর সঞ্চালনায় ও সনাক সভাপতি নূরজাহান বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ক্যাবের সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক শাহ শাজেদা, উইমেন চেম্বারের সভাপতি ডা. বনলতা মুর্শিদা, রেবেকা সুলতানা, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ক্যাবের সাধারণ সম্পদক রনজিৎ দত্ত প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহজাদা প্রমুখ।

বক্তারা বলেন, প্যারিস চুক্তি অনুসারে কার্বন নির্গমন না কমালে পৃথিবীকে রক্ষা করা যাবে না। প্যারিস চুক্তি অনুসারে শিল্পোন্নত এবং চীন ও ভারতের মতো অগ্রসর উন্নয়নশীল দেশগুলো কার্বন নির্গমন কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছে সে অনুসারে ২০৫০ সাল নাগাদ পৃথিবীর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এভাবে তাপমাত্রা বাড়লে বাংলাদেশসহ স্বল্পোন্নত ও নিম্নভূমির দেশগুলো বিলীন হয়ে যাবার আশঙ্কা রয়েছে।

এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিবছর ১০ হাজার কোটি ডলার দেওয়ার কথা থাকলেও সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) থেকে এ পর্যন্ত মাত্র ১০০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

কফিন সমাবেশ থেকে দ্রুত ব্যাপক মাত্রায় কার্বন নির্গমন কমানো, জলবায়ু-দুর্গতদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও ব্যবহারে স্বচ্ছতা, জলবায়ু-বাস্তুচ্যুতদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসনের অধিকার দেওয়া, প্রশমনের তুলনায় অভিযোজনের উপর গুরুত্ব দেওয়া ও জাতীয় জলবায়ু কর্তৃপক্ষ গঠন করাসহ ১১ দফা দাবি জানানো হয়।

জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের প্রতি এসব দাবি তুলে ধরতে গত ২২ থেকে ২৮ অক্টোবর সারাদেশে 'জলবায়ু ন্যায্যতা সপ্তাহ' পালন করা হবে।

এর অংশ হিসেবে ঢাকা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী ও কক্সবাজারে জলবায়ু বাস্তুচ্যুতদের মিছিল, সমাবেশ, প্রতীকী ন্যায়বিচার, প্রতীকী জি-৮ সম্মেলন, কফিন সমাবেশ, ভেলায় যাত্রা ও উদ্বাস্তুদের শোভাযাত্রা কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।