ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নোয়াখালীতে রাস্তার পাড় ভেঙে রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, অক্টোবর ২৬, ২০১৬
নোয়াখালীতে রাস্তার পাড় ভেঙে রিকশাচালক নিহত

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তোফায়েলের খেপা এলাকায় রাস্তার পাড় ভেঙে মনা মিয়া (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

 

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মনা মিয়া ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে মনা মিয়া রিকশা নিয়ে তোফায়েলের খেপা এলাকায় নির্মাণাধীন কালভার্টের বিকল্প মাটির রাস্তা পার হচ্ছিলেন। এসময় ওই রাস্তার পাড় ভেঙে পড়লে রিকশাসহ মাটিচাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।