ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিংড়ায় সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, অক্টোবর ২৬, ২০১৬
সিংড়ায় সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

নাটোর: নাটোরের সিংড়ায় অর্থ আত্মসাৎ মামলায় এক বছরের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি ফরিদ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) ভোরে শিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিংড়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) গৌতম সাহা বাংলানিউজকে জানান, ২০১৩ সালে গুরুদাসপুর থানার একটি অর্থ আত্মসাৎ মামলায় নাটোরের যুগ্ম ও দায়রা জজ আদালত-২ ফরিদ হোসেনকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।

এর আগে থেকেই তিনি পলাতক ছিলেন। সাজার আদেশ হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও মাঝে মধ্যে বাড়িতে যেতেন তিনি। পরে বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।