ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্তে ৭শ’ কেজি সুপারি জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০২, অক্টোবর ২৬, ২০১৬
বেনাপোল সীমান্তে ৭শ’ কেজি সুপারি জব্দ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৭০০ কেজি সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল-পুটখালী সড়কের বটতলা এলাকায় সুপারির চালানটি জব্দ করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, বেনাপোল সীমান্তের বটতলা এলাকায় অভিযান চালিয়ে ১৪ বস্তা সুপারি জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যান। বস্তায় ৭০০ কেজি সুপারি পাওয়া যায়। বৈধ পথে সুপারি রফতানি বন্ধ রয়েছে।  

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, জব্দকৃত সুপারি বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজেডএইচ/পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।