ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরগুনায় যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৭, অক্টোবর ২৬, ২০১৬
বরগুনায় যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

বরগুনা: বরগুনায় যৌন হয়রানির দায়ে মোতালেব খান ওরফে নান্না মিয়া নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের উকিল পট্টি থেকে তাকে আটক করা হয়।

 

মোতালেব খাঁন ওরফে নান্না মিয়া (২৯) সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকার বাসিন্দা আ. আজিজ মিয়ার ছেলে।

জেলা প্রশাসকের কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম।

তিনি জানান, উকিল পট্টি থেকে মেয়েটির হাত ধরে টান দিলে সে বরগুনা জেলা প্রশাসক বরাবর বিচারের দাবিতে একটি আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে নান্নাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।