ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, অক্টোবর ২৫, ২০১৬
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে লালচান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে মিরপুর ২ নম্বর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী আরিফ বাংলানিউজকে জানান, মিরপুর ২ নম্বর আলিম উদ্দিন সুপার মার্কেটের সামনে নির্মাণাধীন ভবনের ৪তলায় কাজ করার সময় মাচা ভেঙে পড়ে গুরুতর আহত হয় লালচান।

‍তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।