ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সেলফি তুলতে গিয়ে পদ্মায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, অক্টোবর ২৫, ২০১৬
সেলফি তুলতে গিয়ে পদ্মায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে পদ্মা নদীর পাড়ে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে রাকিবুল হাসান রাকিব (১৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাকিব ঢাকার লালবাগের জাহাঙ্গীর আলমের ছেলে। সে ঢাকার কবি নজরুল ইসলাম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র ছিল।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা থেকে ছয় বন্ধুসহ মাওয়ায় পদ্মাপাড়ে বেড়াতে আসে রাকিব।

একপর্যায়ে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে নদীর পাড় থেকে পানিতে পড়ে ডুবে যায় সে। বিকেলে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ