ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গন্তব্যে ছেড়ে গেছে পদ্মায় আটকে পড়া ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, অক্টোবর ২৫, ২০১৬
গন্তব্যে ছেড়ে গেছে পদ্মায় আটকে পড়া ফেরি ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: পদ্মা নদীর নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওরাকান্দি রুটের লৌহজংয়ে নদীতে আটক‍া পড়া ফেরিটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে আটক‍া পড়া ফেরিটি জোয়ার এলে দুপুরে গন্তব্যে ছেড়ে যায়।

এদিকে, প্রকট নাব্যতা সংকটে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। হাফলোড নিয়ে চলতে হচ্ছে ফেরিগুলোকে। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে ঘাটে পারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি।
 
বিআইডব্লিওটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বাংলানিউজকে জানান, নাব্যতা সংকট চরম আকার ধারণ করায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
 
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিওটিসির মেরিন অফিসার জানান, নদীতে ড্রেজিংয়ের  কাজ চলছে। তবে এখন পযর্ন্ত ফেরি চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

‍এরআগে নৌ পরিবহনমন্ত্রী এ রুটের ড্রেজিং শেষ করতে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ