ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধুনটে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, অক্টোবর ২৫, ২০১৬
ধুনটে হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ইমাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মহিশুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফুল উপজেলার বানিয়াগাতি গ্রামের মৃত মহসীন আলমের ছেলে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জুলাই রাতে বানিয়াগাতি জামে মসজিদে তারাবির নামাজে ইমামতি শেষে বলারবাড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন কাজী মতিউর রহমান। পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মতিউর হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন মামলার এজাহাভুক্ত আসামি আরিফুল।

বিকেলে মহিশুরা বাজার এলাকায় আরিফুল ঘোরাফেরা করছেন, এমন খবর পেয়ে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।