ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাটোরে ঔষুধি গ্রামে কৃষকদের প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, অক্টোবর ২৫, ২০১৬
নাটোরে ঔষুধি গ্রামে কৃষকদের প্রশিক্ষণ

নাটোর: দেশের একমাত্র ঔষুধি গ্রাম খ্যাত নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের ভেষজ কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে খোলাবাড়িয়া হাজিগঞ্জ বাজারে আয়োজিত প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।



সমবায়ের মাধ্যমে ওষুধ বৃক্ষ উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ‘ভেষজ পণ্য উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেড’ এ কর্মশালার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার এ কে এম নাজমুল হুদা। দিনব্যাপী এ কর্মশালায় সমিতির ৫০ জন সদস্য অংশ নেন।

কর্মশালায় অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় সমবায় উপনিয়ন্ত্রক ও মেন্টর মো. মোখলেছুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন ভূঁইয়া, হামদর্দের ব্যবস্থাপক এনামুল হক, সমিতির সভাপতি আব্দুল কাদের প্রাং প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।