ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে প্রতীকী অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, অক্টোবর ২৫, ২০১৬
 ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে প্রতীকী অনশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতয়ীকরণের দাবিতে অব্যাহত আন্দোলনের দশম দিনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে এ প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।

এসময় তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবু বকর সিদ্দিক।

অনশন চলাকালে বক্তব্য রাখেন অধ্যাপক রুহুল আমিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবু বকর সিদ্দিক, প্রভাষক আব্দুল্লাহ আল বাকী, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি হাবিবুল্লাহ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমজাদ, ছাত্রদলের আল-আমিন সাদত ও ছাত্রলীগের আবুল হাসনাত জনি প্রমুখ।

১৫ অক্টোবর বিভিন্ন কলেজ জাতীয়করণ হলেও ফুলবাড়িয়া কলেজের নাম না থাকায় ওইদিন থেকেই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও হরতালের মতো কর্মসূচি পালন করে আসছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

ফুলবাড়িয়া কলেজের অধ্যাপক রুহুল আমিন খান জানান, একই দাবিতে বুধবার (২৬ অক্টোবর) গণঅনশন কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬

এমএএএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।