ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বনানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, অক্টোবর ২৫, ২০১৬
বনানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বনানী থেকে হালিমা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাত ৪টার দিকে খবর পেয়ে বনানী থানা পুলিশ কড়াইল বৌবাজারের একটি ঘর থেকে হালিমার মরদেহ উদ্ধার করে।



বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম নুরুল হক বাংলানিউজকে এ ঘটনা জানান।

তিনি জানান, হালিমা তার স্বামী মো. সুজনকে নিয়ে কড়াইল বৌবাজারে ঘরভাড়া নিয়ে থাকতেন। কাজ করতেন স্থানীয় পোশাক কারখানায়।

হালিমা নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। এসব কারণেই রাতে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

হালিমার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো পাঠিয়েছে পুলিশ।

ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এসআই নুরুল হক।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজেডএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।