ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তানোরে রুবেল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, অক্টোবর ২৫, ২০১৬
তানোরে রুবেল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের অধিবাসী আশরাফুল ইসলাম রুবেল (২৮) হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর বাজারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলের পর সমাবেশে অনুষ্ঠিত হয়।

গৌরাঙ্গাপুর গ্রামের অধিবাসী সমশের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, মুণ্ডুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান ও নিহতের ছোট ভাই রাসেল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তরা ক্ষোভ প্রকাশ করে জানান, রুবেল হত্যাকাণ্ডের পাঁচ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু মামলার প্রধান আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় পুলিশ মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বক্তারা। সমাবেশ থেকে রুবেল হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান তারা।

এর আগে গত ২২ অক্টোবর (শনিবার) সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে গৌরাঙ্গপুর গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে আশরাফুল ইসলাম রুবেলকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তবে প্রধান আসামি এখনও পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।