ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীর গুলিস্তানে বাসে আগুন (ভিডিওসহ)

স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, অক্টোবর ২৫, ২০১৬
রাজধানীর গুলিস্তানে বাসে আগুন (ভিডিওসহ) ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের গেটের সামনে বেকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক বাংলানিউজকে বলেন, কে বা কারা আগুন দিয়ে পালিয়েছে। বাসে কোনো যাত্রী ছিলো না তাই কোনো হতাহত নেই। বাসের চালক বলছেন, আগুন লাগার আগে একজন যাত্রী ছিলেন, তিনি নামার পরপরই আগুন লাগে। ধারণা করছি, তিনি আগুন লাগিয়ে নেমে পড়েছেন। কেন আগুন দেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য বাসচালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।