ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, অক্টোবর ২৫, ২০১৬
রাঙামাটিতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ মনসুর (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন বিক্রির সময় মনসুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫.৪০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

ওসি আরও জানান, মনসুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাকে মাদক বিক্রির সময় গ্রেফতার করা হয়েছিল। মনসুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।