ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরে নির্যাতিত সেই শিশু ঢামেক হাসপাতালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, অক্টোবর ২৫, ২০১৬
পার্বতীপুরে নির্যাতিত সেই শিশু ঢামেক হাসপাতালে

ঢাকা: দিনাজপুর জেলার পার্বতীপুরে ধর্ষণের শিকার হওয়া পাঁচ বছর বয়সী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসাপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসিসি) প্রধান সমন্বয়ক ডা. বিলকিস বেগম বাংলানিউজকে জানান।

তিনি বলেন, ওসিসিসিতে শিশুটিকে আমরা ভর্তি করেছি। তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

নির্যাতিত শিশুর পারিবারিক সূত্র জানায়, গত ১৮ অক্টোবর সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশুটি। কিন্তু এরপর থেকে সে নিখোঁজ ছিলো। অনেক খোঁজা-খুঁজির পর ১৯ অক্টোবর ভোরে ওই শিশুটিকে বাড়ির পাশে পাওয়া যায়।

আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. খাজা আব্দুল গফুর বাংলানিউজকে জানান, হাসপাতালের পরিচালকসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহকারী মাহাবুবুল হক শাকিল সকালে শিশুটির খোঁজ-খবর নিয়েছেন। ‘তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার জন্যে যা যা প্রয়োজন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬

এজেডএস/এএটি/এমএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ