ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, অক্টোবর ২৫, ২০১৬
ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত  

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল্লাহ আল মামুন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রতন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ব্যাটারি চালিত অটোরিকশা চালক মামুন একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, জমিজমা নিয়ে নিশ্চিন্তিপুরের মামুন ও রতনের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে মামুন বাড়ি থেকে বের হন। এসময় মামুনকে নিশ্চিন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফাঁকা স্থানে ডেকে নিয়ে যান রতন ও তার লোকজন। পূর্ব বিরোধের জেরে এসময় রতন ও মামুনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রতন লাঠি দিয়ে মামুনের ঘাড়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় মামুনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় রতনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ