ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভোমরা বন্দ‌রে স্ট্রোকে ট্রাকের হেলপা‌রের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, অক্টোবর ২৪, ২০১৬
ভোমরা বন্দ‌রে স্ট্রোকে ট্রাকের হেলপা‌রের মৃত্যু 

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দ‌রে স্ট্রোক করে গৌতম গোলদার না‌মে এক ভারতীয় ট্রাকের হেলপা‌র মারা গেছেন।

‌সোমবার (২৪ অক্টোবর) ভো‌রে ভোমরা বন্দ‌রের সিঅ্যান্ডএফ এ‌জেন্ট অ্যা‌সো‌সি‌য়েশ‌নের কার্যালয় সংলগ্ন পা‌র্কিং ইয়ার্ডে মৃত্যু হয় তার।

গৌতম গোলদারের বাড়ি ভার‌তের ২৪ পরগণা জেলায়। পণ্য আনা‌-নেওয়ার সুবা‌দে দীর্ঘ‌দিন ধ‌রে বাংলা‌দে‌শে তার যাতায়াত ছিল।

‌ভোমরা বন্দর কর্তৃপ‌ক্ষের সহকারী প‌রিচালক পার্থ ঘোষ বাংলা‌নিউজ‌কে জানান, ভো‌রে একজন ভারতীয় শ্র‌মি‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। সম্ভবত, তি‌নি স্ট্রোক করে মৃত্যুবরণ ক‌রে‌ছেন।

সাতক্ষীরা সদর থানার সহকারী উপপ‌রিদর্শক (এএসআই) দে‌লোয়ার বাংলা‌নিউজ‌কে ব‌লেন, এটি একটি স্বাভা‌বিক মৃত্যু। ভারতীয় শ্র‌মিকরা ময়নাতদন্ত ছাড়াই মর‌দেহ নেওয়ার আ‌বেদন ক‌রেছেন।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।