ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মঠবাড়িয়ায় ইয়াবাসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৩, অক্টোবর ২৪, ২০১৬
মঠবাড়িয়ায় ইয়াবাসহ ২ যুবক আটক

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মিরুখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উত্তর কদমতলা এলাকার মৃত আলী হোসেন আকনের ছেলে বশির হোসেন আকন (২৮) ও মঠবাড়িয়া উপজলার উত্তর মিঠাখালী এলাকার মোস্তফা ফরাজীর ছেলে মামুন ফরাজী (২১)।

রোববার রাতে র‌্যাব থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময় : ০৫৩৭  ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।