ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইল কারাগারে চরমপন্থী নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, অক্টোবর ২৩, ২০১৬
টাঙ্গাইল কারাগারে চরমপন্থী নেতার মৃত্যু

টাঙ্গাইল: চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম এল-লাল পতাকা) শীর্ষ নেতা আবু জাফর (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

 
রোববার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জেলা কারাগারের জেলার রিতেশ চাকমা বাংলানিউজকে জানান, আবু জাফর শনিবার (২২ অক্টোবর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

আবু জাফর দু’টি মামলায় ৩০ বছর করে ৬০ বছরের সাজাপ্রাপ্ত ও একটি হত্যা মামলায় বিচারাধীন। তিনি ২০০৪ সালের ৯ অক্টোবর থেকে কারাগারে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।