ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিআইডি’র জালে আটকা পড়লো চার ‘জিনের বাদশা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, অক্টোবর ২৩, ২০১৬
সিআইডি’র জালে আটকা পড়লো চার ‘জিনের বাদশা’

ঢাকা: গাইবান্ধা থেকে চার প্রতারককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ‘জিনের বাদশা’ পরিচয়ে তারা দীর্ঘ দিন যাবৎ প্রতারণা করে আসছিলো।



রোববার (২৩ অক্টোবর) দুপুরে সিআইডি’র উপ-পরিদর্শক (এসআই) কামাল বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, সিআইডি’র ডেমরা ইউনিটের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এদিন দুপুর ৩টায় সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে, বলেন কামাল।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
পিএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।