ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকায় অপহৃত শিশু নাটোরে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, অক্টোবর ২৩, ২০১৬
ঢাকায় অপহৃত শিশু নাটোরে উদ্ধার

নাটোর: ঢাকার গেণ্ডারিয়া থেকে অপহৃত শিশু আরমানকে (১০) নাটোরের সিংড়া উপজেলার দুর্গম সাকোঁর বাজার থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

 

রোববার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

এর আগে শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়রা আরমানকে উদ্ধার করে।
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, সন্ধ্যায় অপহরণকারী দলের সদস্যরা ৫ শিশুকে নিয়ে একটি নসিমনে (শ্যালো গাড়ি) করে বগুড়ার দিকে যাচ্ছিলেন।
 
এ সময় নসিমনটি সিংড়ার দুর্গম সাকোঁর বাজার এলাকায় পৌঁছালে আরমান চিৎকার ও কান্নাকাটি শুরু করে। এতে স্থানীয়রা নসিমনটি থামাতে বলে। কিন্তু অপহরণকারীরা গাড়ি না থামিয়ে আরমানকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া আরমান পুলিশকে জানায়, ওই নসিমনে সেসহ আরও পাঁচ শিশু ছিলো। তাকে ঢাকার গেণ্ডারিয়া থেকে অপহরণ করা হয়। তার বাবা ইউসুফ আলী একজন রিকশা চালক।
 
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।