ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাটোরে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, অক্টোবর ২৩, ২০১৬
নাটোরে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

নাটোর: নাটোরে ৮ রাউন্ড গুলি ভর্তি বিদেশি রিভলবারসহ শাওন (৩১) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দিনগত রাতে শহরের মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি সদর উপজেলার দত্তপাড়া এলাকার রাইজুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান  বাংলানিউজকে জানান, শাওন পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী দলের একজন সদস্য। তার বিরুদ্ধে সদর ও সিংড়া থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা রয়েছে।

রাতে শাওন দত্তপাড়া থেকে একটি মোটরসাইকেলে শহরে যাচ্ছিলেন। এসময় টহল পুলিশের একটি দল তার পথরোধ করে।

পরে তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার জব্দ এবং তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।