ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে গাড়িচাপায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, অক্টোবর ২৩, ২০১৬
ধামরাইয়ে গাড়িচাপায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

ধামরাইয় (ঢাকা): ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের গাড়িচাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

শনিবার (২২ অক্টোবর) দিনগত রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে শনিবার বিকেলে নবীনগর-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, বিকেলে তিনি নবীনগর-কালিয়াকৈর সড়কে মোটরসাইকেলে কবিরপুর যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে আবদুল কাদের ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় আঘাত পান। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেখ ফজিলাতুন নেছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

নিহতের ছেলে ইউসুফ মৃত্যু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।