ধামরাইয় (ঢাকা): ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের গাড়িচাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২২ অক্টোবর) দিনগত রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহতের পরিবার জানায়, বিকেলে তিনি নবীনগর-কালিয়াকৈর সড়কে মোটরসাইকেলে কবিরপুর যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে আবদুল কাদের ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় আঘাত পান। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেখ ফজিলাতুন নেছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
নিহতের ছেলে ইউসুফ মৃত্যু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এজি/পিসি