ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

ফুলে ফুলে বনভান্তকে স্মরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, জানুয়ারি ৩০, ২০১৬
ফুলে ফুলে বনভান্তকে স্মরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: শ্রাবক বুদ্ধ বনভান্তের চতুর্থ পরিনির্বাণ দিবস ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) রাঙামাটির রাজবন বিহারে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সকাল থেকেই রাঙামাটির রাজবন বিহারে ভক্তদের ঢল নামে। এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় বনভান্তের কফিনের স্থান ও তার প্রতিকৃতি।

ভোর ৬টায় বুদ্ধ পতাকা উত্তোলন শেষে বনভান্তের দেহধাতুতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়।

পরে, ভিক্ষুসংঘকে পানীয় দান শেষে বুদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দানসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শুরু হয় দেশনা।

অনুষ্ঠানে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।    

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।