ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ.পন্থীদের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, জানুয়ারি ২৮, ২০১৬
মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ.পন্থীদের জয়

মাদারীপুর: মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩টি পদের মধ্যে একটি সদস্য পদ ছাড়া ১২টি পদেই জয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়।



এরআগে জেলা বার কাউন্সিল মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ অংশ নেয়। এতে সভাপতি পদে মো. ওবাইদুর রহমান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন অ্যাড. নজরুল ইসলাম মীনা, ফরহাদ কোসেন ও সুশেন চন্দ্র বাড়ৈ।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।