ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে মাদকাসক্ত যুবকের কোপে শিশুসহ আহত ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, জানুয়ারি ২০, ২০১৬
রাজধানীতে মাদকাসক্ত যুবকের কোপে শিশুসহ আহত ৮

ঢাকা: রাজধানীর কদমতলীতে এক মাদকাসক্ত যুবকের বোটির কোপে শিশুসহ আট ব্যক্তি আহত হয়েছেন। রকি (২৫) নামে ওই মাদকসেবীকে পরে আটক করা হয়েছে।



বুধবার (২০ জানুয়ারি) দুপুরে কদমতলীর শনিরআখড়ার জাপানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল (৪০) ও তার স্ত্রী সুমি (৩৫) বাংলানিউজকে জানান,  তারা জাপানী বাজারের আবুল বাশারের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। সেখানে বুধবার দুপুর ১টার দিকে রকি প্রবেশ করে বোটি দিয়ে ভাড়াটিয়াদের কোপাতে থাকে। এ সময় এলাকাবাসী এসে রকিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় তারা স্বামী-স্ত্রীসহ ওই বাড়ির ভাড়াটিয়া নাহার (৪০) এবং তার ১১ বছরের শিশুসহ মোট আটজন আহত হয়েছেন বলেও জানান তারা।

এদিকে তাদের হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত থাকায় এখন ঢামেক হাসপাতালে চিকিৎসা চলছে।

এই বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ জানান, বটিসহ রকিকে আটক করা হয়েছে। তিনি মাদকে আসক্ত এবং তার মানসিক সমস্যা আছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এজেডএস/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।