ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

পর্যটনের উন্নয়নে কাজ করবে কক্সবাজার পৌরসভা

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, জানুয়ারি ১২, ২০১৬
পর্যটনের উন্নয়নে কাজ করবে কক্সবাজার পৌরসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: সমুদ্র নগরী কক্সবাজারের পর্যটন এলাকার উন্নয়নে পৌরসভা কাজ করবে বলে জানিয়েছেন মেয়র মাহবুবুর রহমান। সোমবার রাতে কক্সবাজার শহরের লাইট হাউসস্থ কটেজ জোন এলাকা পরিদর্শনকালে একথা বলেন তিনি।



পরিদর্শনকালে কক্সবাজার পৌর মেয়র বলেন, শহরের পর্যটন জোন দীর্ঘদিন ধরে অবহেলিত। কিন্তু এটি আর অবহেলিত থাকবে না। এই এলাকার নিরাপত্তা বিধান সহ সকল ধরনের সেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, পর্যটন এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন করা হবে, সংস্কার হবে রাস্তা ও নালা-নর্দমা। এছাড়া এখানে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থাও করা হবে। এসব কাজ চলতি সপ্তাহেই শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দীকি জামশেদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সালামত উল্লাহ্ বাবুল, কটেজ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কাজী রাসেল আহম্মদ নোবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।