ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

সিরাজদিখানে অস্ত্র-গুলিসহ ৪ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, জানুয়ারি ১১, ২০১৬
সিরাজদিখানে অস্ত্র-গুলিসহ ৪ যুবক আটক ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল বাজার এলাকা থেকে বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, কোরবান মাঝি (২৫), রতন শেখ (৩২),  স্বপন চৌধুরীকে (৩২) ও মনির হোসেন শেখ (৩৩)। তারা সবাই বাড়ি সিরাজদিখান উপজেলায় বাসিন্দা বলে জানা গেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআর/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।