ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, জানুয়ারি ১১, ২০১৬
রাজবাড়ীতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীতে ইট বোঝাই ট্রাক থেকে পড়ে আরিফ শেখ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত আরিফ একই গ্রামের লালন শেখের ছেলে। তিনি ওই ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন।

সদর থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ভান্ডারিয়া এলাকা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাক থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন আরিফ। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।