ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

আসেম আনসারীর একক চিত্র প্রদর্শনী শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, জানুয়ারি ১১, ২০১৬
আসেম আনসারীর একক চিত্র প্রদর্শনী শুক্রবার

ঢাকা: চিত্র শিল্পী আসেম আনসারীর একক চিত্র প্রদর্শনী “Less is more” এর শুভ উদ্বোধন আগামী (১৫ জানুয়ারি) শুক্রবার।

ওইদিন বিকেল ৫টায় ধানমন্ডির ৬ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির গ্যালারী চিত্রক প্রাঙ্গণে ১৬ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রখ্যাত চিত্র শিল্পী মনিরুল ইসলাম।



সোমবার (১১ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিল্পীর সাম্প্রতিককালের আঁকা প্রায় ৩৪টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পাবে। এটি শিল্পীর চতুর্থ একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

‍উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূবালী ব্যাংক ও ড্রেসম্যান ফ্যাশনঅয়ারের ডিরেক্টর আজিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশ বরেণ্য চিত্র শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।

চিত্র প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বিএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।