ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

সাঘাটায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, জানুয়ারি ১০, ২০১৬
সাঘাটায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রাক্টর চাপায় স্বপন মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার(১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ভরতখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



স্বপন ভরতখালি গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। সে স্থানীয় ভরতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বিকেলে ভরতখালি গ্রামের একটি ফাঁকা জমিতে খেলা করছিল স্বপনসহ কয়েকজন শিশু। পাশের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় ট্রাক্টরটি স্বপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

মুক্তিনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাহাবুব রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেচেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।