ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে রোটারী ক্লাবের কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, ডিসেম্বর ২৩, ২০১৫
সৈয়দপুরে রোটারী ক্লাবের কম্বল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের পৌরসভা সড়কে ওই ক্লাব চত্বরে পাঁচ শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।



এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

রোটারী ক্লাব সৈয়দপুরের সভাপতি রোটারিয়ান তারিকুল ইসলাম তারিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা. শরীফুল আলম চৌধুরী।

পরে প্রধান অতিথি শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।