ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

আন্তর্জাতিক ৩ মানবপাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, ডিসেম্বর ১১, ২০১৫
আন্তর্জাতিক ৩ মানবপাচারকারী আটক ছবি: প্রতীকী

ঢাকা: আন্তর্জাতিক তিন মানবপাচারকারীকে আটক করেছে সিআইডি’র অর্গানাইজড ক্রাইম ডিভিশন। এসময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা জব্দ কর হয়।



শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে সিআইডি বিষয়টি জানিয়েছে।

তারা জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে তাদেরকে আটক হয়। রাজধানীর কোতোয়ালি, বনানী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি সিআইডি।

সিআইডি অর্গানাইজড ক্রাইম ডিভিশনের বিশেষ সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দিন খাঁন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে শুক্রবার বেলা ১০টায় সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এনএইচএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।