ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ার খেজুরবাগানে শ্রমিক কলোনির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, ডিসেম্বর ১০, ২০১৫
আশুলিয়ার খেজুরবাগানে শ্রমিক কলোনির আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: আশুলিয়ার খেজুরবাগানে শ্রমিক কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পাঁচটি ইউনিট ‍আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ৩০টি বসতবাড়ি পুড়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে বাংলানিউজকে জানান ফায়ার সাভির্সের উপ সহকারী পরিচালক  মামুন মাহামুদ।  

তিনি বলেন, ভয়ে দৌড়ানোর সময় ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সাভির্সের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০,২০১৫/আপডেট: ২১১৫ ঘণ্টা
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।