ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

উমার সঙ্গে ৮ বছর আগে বিচ্ছেদ হয়, বললেন হেলাল খান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, ডিসেম্বর ১০, ২০১৫
উমার সঙ্গে ৮ বছর আগে বিচ্ছেদ হয়, বললেন হেলাল খান হেলাল খান ও ঊমা খান

ঢাকা: শিল্পী উমা খানকে সাবেক স্ত্রী উল্লেখ করে চিত্রনায়ক হেলাল খান বলেছেন, আট বছর আগে আইন মেনে তাকে আমি তালাক দিয়েছি। তিনি আমার সাবেক স্ত্রী।



হেলাল খান বলেন, যেহেতু তিনি বর্তমানে আমার স্ত্রীই নন, সেহেতু যৌতুকের মামলাটি কেবলই হাস্যকর। এটি সামাজিক সম্মান নষ্টের অপচেষ্টা মাত্র।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে বাংলানিউজের কাছে নিজ হাতে লিখিত এক প্রতিবাদ লিপিতে হেলাল খান এমন দাবি করেন।

এদিকে, উমা খানের দায়ের করা যৌতুকের মামলায় চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) যৌতুক আইনের ৪ ধারায় ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে উমা খান এ মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, গত ৭ ডিসেম্বর হেলাল খান তার স্ত্রী উমা খানের কাছে ৮০ হাজার ডলার (৬০ লাখ) যৌতুক দাবি করেছেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান পিন্টু।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আইএ

** স্ত্রীর দায়ের করা মামলায় নায়ক হেলাল খানের বিরুদ্ধে সমন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।