ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় ট্রাক চাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ-ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, ডিসেম্বর ১০, ২০১৫
আশুলিয়ায় ট্রাক চাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ-ভাংচুর

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে আব্দুল্লাপুর-বাইপাইল সড়ক অবরোধ করে ৮-১০টি যানবাহনে ভাংচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধা সাতটার দিকে আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া সরকার মার্কেট এলাকায় ঘটনা ঘটে।



শ্রমিক ও পুলিশ জানায়, শিল্পাঞ্চলের জামগড়া এলাকার ডিজাইনার জিন্স পোশাক কারখানার নারী শ্রমিক অনিমা হাওলাদার (৩০) সরকার মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

পরে নিহত ওই নারী শ্রমিকের সহকর্মীরা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই সড়কটি দিয়ে চলাচলরত ৮-১০টি যানবাহনে ভাঙচুর চালায়।

শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুরের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিয়ে যানচলাচলের ব্যবস্থা করছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।