ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

জামাতিরা সহিংসতা উস্কে দেয়ার মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, ডিসেম্বর ১০, ২০১৫
জামাতিরা সহিংসতা উস্কে দেয়ার মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে

ঢাকা: জামায়াতি সন্ত্রাসীরা গুজব ছড়িয়ে সহিংসতা উস্কে দেয়ার মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সাইট বন্ধ করে দেয়া হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

২৩ দিন পর বৃহস্পতিবার দুপুরে খোলার পর সন্ধ্যায় ফেসবুকে দেয়া স্ট্যাটাসে একথা জানান জয়।



তিনি লিখেছেন, ‘ফেসবুক এখন আবারও বাংলাদেশে খুলে দেয়া হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জামায়াতি সন্ত্রাসীরা গুজব ছড়িয়ে সহিংসতা উস্কে দেয়ার মাধ্যম

হিসেবে একে ব্যবহার করে। যে জন্য যুদ্ধাপরাধী মুজাহিদ ও সাকার ফাঁসির আগে এটা বন্ধ করা হয়েছিলো। '

গণহত্যাকারীদের পক্ষ হয়ে চালানো ব্যাপক আন্তর্জাতিক অপপ্রচারের মুখেও এটা শুধুই আমাদের আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার জন্যই স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের প্রতি সুবিচার করা সম্ভব হয়েছে‘ যোগ করেন প্রধানমন্ত্রী পুত্র।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমঅাইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।