ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বাজেটের গণতন্ত্রায়ন ও জেলা বাজেট বিষয়ে সংলাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, ডিসেম্বর ১০, ২০১৫
বাজেটের গণতন্ত্রায়ন ও জেলা বাজেট বিষয়ে সংলাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: জনগণের ক্ষমতায়নের জন্য শক্তিশালী জেলা সরকার গঠনের পাশাপাশি স্থানীয় সরকার পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা ও রাজস্ব কাঠামোর বিকেন্দ্রিকরণ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন আয়োজিত জাতীয় বাজেটের গণতন্ত্রায়ন ও জেলা বাজেট সংলাপে বক্তরা এ কথা বলেন।



গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটির সভাপতি আবদুর রহিম চেয়ারম্যানের সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নিলুফার মোমিন, নোয়াখালী জজ কোর্টের জিপি অ্যাডভোকেট কাজী মানছুরুরুল হক খসরু, যুবজোটের সভাপতি আবু নাছের মঞ্জু, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি তারেকেশ্বর নান্টু, সুপ্র’র নোয়াখালীর সভাপতি মনু গুপ্ত, নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি আবদুল হামিদ, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সম্পাদক নুরুল আলম মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।