ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশকে প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ডিসেম্বর ১০, ২০১৫
বাংলাদেশকে প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথাগত রায় বলেছেন, অসাধারণ লড়াই করে স্বাধীনতা লাভ করার জন্য বাংলাদেশকে আমাদের প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি। এ লড়াইয়ে আমরা ভারতীয়রা ও ভারতের সেনাবাহিনী আপনাদের সহযোগিতা করতে পেরে গর্বিত।



বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার চৌড়হাসে নির্মিত‘মুক্তি মিত্র স্মৃতিসৌধ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শ্রী তথাগত রায় বলেন, ১৯৭১ সালে রেডিওতে প্রতিদিনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা শুনতাম। যা শুনে আমাদের রোমাঞ্চ হতো। মুক্তিযোদ্ধাদের সেই পবিত্র ভূমিতে পা রাখতে পেরে ও একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে পেরে আমি অভিভূত।

তিনি বলেন, অসাধারণ লড়াই করে স্বাধীনতা লাভ করার জন্য বাংলাদেশকে আমাদের প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি। এ লড়াইয়ে আমরা ভারতীয়রা ও ভারতের সেনাবাহিনী আপনাদের সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। এই ধরনের স্মৃতিস্তম্ভ তৈরিতে দু’ দেশের সম্পর্ক আরও গাঢ় হবে। যারা যুদ্ধ দেখেননি, শুধু শুনেছেন সেই নতুন প্রজন্ম জানতে পারবে।

ত্রিপুরার গভর্নর আরও বলেন, বাংলাদেশের যেকোনো কিছুতে ভারতের সহযোগিতা চাইলে শতভাগ নয়, আমাদের হাত এক হাজারভাগ এগিয়ে থাকবে।

কুষ্টিয়ার চৌড়হাসে ‘মুক্তি মিত্র স্মৃতিসৌধ’ উদ্বোধন শেষে আয়োজিত পৌরসভা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথাগত রায়। কুষ্টিয়ায় তার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পিসি

** আ’লীগকে কারো গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।