ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সলঙ্গায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, ডিসেম্বর ১০, ২০১৫
সলঙ্গায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার পাচলিয়া এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফারুক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নলকা-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কাভার্ড ভ্যানের চালক বলে জানিয়েছে পুলিশ। আহতরা বাসের যাত্রী বলে জানা গেলেও তাদের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে এসআর পরিবহনের একটি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গ যাচ্ছিল। পথে পাচলিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক ফারুক মারা যান। এসময় বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।