ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, ডিসেম্বর ৯, ২০১৫
গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা

নড়াইল: নড়াইলে পারিবারিক কলহের জের ধরে সবিতা বেগম (২৫) নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সীমাখালী গ্রামে এ ঘটনা ঘটে।



বুধবার তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত গৃহবধূ সবিতা বেগম নড়াইল সদরের সীমাখালী গ্রামের কয়েস বেগের স্ত্রী।

এদিকে, এ ঘটনায় সবিতা বেগমের শাশুড়ি রহিমাকে আটক করেছে পুলিশ। তবে স্বামী কয়েসসহ ‍অন্যরা পলাতক রয়েছেন।

নড়াইল সদর হাসপাতাল আবাসিক চিকিৎসক মো. মশিউর রহমান বাবু বাংলানিউজকে জানান, সবিতার শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে। ‍

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।