ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে বেগম রোকেয়া দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, ডিসেম্বর ৯, ২০১৫
সাভারে বেগম রোকেয়া দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণ ও নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের এদিনে জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালের একই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তাই প্রতিবছর এ দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।

বুধবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে একটি বর্ণাঢ্য ৠালি বের হয়। ৠালিটি উপজেলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা নরীর ক্ষমতায়ন, মেধা বিকাশ, নারী মুক্তি সম্পর্কে বেগম রোকেয়ার অবদানের কথা তুলে ধরেন। সভায় পারিবারিক নির্যাতন বন্ধের দাবিও জানানো হয়।

ৠালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা,ডিসেম্বর ০৯,২০১৫
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।